সুদানের অন্তর্বর্তী সামরিক কমিশন ও প্রধান বিরোধীদল 'জাতীয় স্থানান্তর প্রশাসন' গঠনে একমত
  2019-07-05 16:50:29  cri
জুলাই ৫: দু'দিনব্যাপী সরাসরি সংলাপের পর আজ (শুক্রবার) ভোরে সুদানের অন্তর্বর্তী সামরিক কমিশন এবং প্রধান বিরোধীদল 'দ্য ফ্রিডম অ্যান্ড চেইঞ্জ অ্যালায়েন্স' দেশটিতে 'জাতীয় স্থানান্তর প্রশাসন' গঠনে একমত হয়েছে।

মধ্যস্থতা কাজের দায়িত্বশীল কর্মকর্তা আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূত মোহামেদ হ্যাসেন লেবাত এদিন খার্তুমে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দু'পক্ষ পালাক্রমিক সার্বভৌম কমিটি গঠনসহ বিভিন্ন ইস্যুতে মতৈক্যে পৌঁছেছে এবং আইন প্রণয়নকারী কমিটির গঠন পিছিয়ে দেওয়ার ব্যাপারে একমত হয়েছে।

সুদানের অন্তর্বর্তী সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান মোহামেদ হামদান দাকলু বলেন, চুক্তিটি সার্বিক ও সহনশীল। তিনি এ চুক্তিকে স্বাগত জানান এবং বিভিন্ন পক্ষ এই চুক্তিতে সন্তুষ্ট হবে বলে আশা করেন। বিরোধীদলের নেতা ওমর আল দিগার বলেন, চুক্তিতে উপনীত হওয়ায় জাতীয় অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পথ সহজ হলো। এটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন সহায়ক।

(লিলি/তৌহিদ/ফেইফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040