একতা হলো সিনচিয়াংয়ের দ্রুত উন্নয়নের ভিত্তি
  2019-07-05 16:13:49  cri
জুলাই ৫: সাম্প্রতিক বছরগুলোতে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ এবং সংস্কার ও উন্মুক্তকরণসহ বিভিন্ন উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জনগণ উদ্ভাবন, সবুজ ও যৌথ ভাগাভাগিসহ উন্নয়নের ধারণায় উন্মুক্তকরণ জোরদার করেছে। গত পাঁচ বছরে সিনচিয়াংয়ের অর্থনীতির পরিমাণ ৪০ শতাংশ বেড়েছে।

ঐক্য এবং উন্নয়নের মাধ্যমে সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির মানুষ স্থিতিশীলভাবে লাভবান হচ্ছে এবং ধনী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। পরিসংখ্যানে দেখা যায়, ২০১৮ সালে সিনচিয়াংয়ের জিডিপি ছিল ১.২ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৬.১ শতাংশ বেশি। সিনচিয়াংয়ের বার্ষিক মাথাপিছু আয় ২১ হাজার ইউয়ান, যা প্রথমবারের মতো ২০ হাজার ইউয়ান ছাড়িয়ে যায়। এ পরিমাণ তার আগের বছরের তুলনায় ৭.৬ শতাংশ বেশি।

পরিসংখ্যানে দেখা যায়, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত সিনচিয়াংয়ের জিডিপি আগের ৯২০ বিলিয়ন ইউয়ান থেকে গত বছর ১.২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়। বিভিন্ন জাতির মানুষের সুখী জীবনের অনুভূতি আরও জোরদার হয়েছে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040