হংকংয়ের বিভিন্ন সংস্থা 'যথাযথ আইন প্রয়োগে' পুলিশকে সমর্থন দিয়েছে
  2019-07-05 16:04:02  cri
জুলাই ৫: গতকাল (বৃহস্পতিবার) 'দ্য ফেডারেশন অব হংকং ট্রেড ইউনিয়ন ইন ট্যুরিজম' এক বিবৃতিতে, সম্প্রতি হংকংয়ে সংঘটিত সশস্ত্র ঘটনা নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কঠোরভাবে আইন প্রয়োগ করে হংকংয়ের সামাজিক শৃঙ্খলা ও হংকংবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য হংকং পুলিশকে ফেডারেশনের সমর্থন জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ধারাবাহিক হিংসাত্মক তত্পরতা গুরুতভাবে হংকংয়ের সামাজিক শৃঙ্খলা নষ্ট করেছে। ফলে বিশ্বের বিভিন্ন স্থানের পর্যটক হংকং ভ্রমণ নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং তাদের ভ্রমণের গন্তব্য পরিবর্তন করেন। এ ঘটনায় হংকংয়ের পর্যটন শিল্পসহ বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে উল্লেখ করা হয়। হংকংয়ের সবাই স্থানীয় শান্তি রক্ষা করবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

এদিন অ্যাসোসিয়েশন অব কাস্টমস অ্যান্ড এক্সাইস সার্ভিস অফিসারস ও হংকং কাস্টমস অ্যান্ড এক্সসাইস স্টাফ জেনারেল অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থা নিজস্ব বিবৃতিতে আইন পরিষদের ভবনে সশস্ত্র ব্যক্তিদের স্থাপনা নষ্ট করার ঘটনায় দুঃখ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানায়।

(লিলি/তৌহিদ/ফেইফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040