কুরিল দ্বীপপুঞ্জের মালিকানার জাপানি দাবির বিরোধিতায় রাশিয়া
  2019-07-05 15:22:26  cri

জুলাই ৫: সম্প্রতি অনুষ্ঠিত জি-টোয়েন্টির ওসাকা শীর্ষ সম্মেলনে জাপানের দাখিল-করা সংশ্লিষ্ট দলিলপত্রে দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জগুকে জাপানের ভূভাগ হিসেবে দাবি করা হয়। রাশিয়া এ দাবি প্রত্যাখ্যান করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় এক সাংবাদিক সম্মেলনে বলেন, গত মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণায় জাপানি দূতাবাসে এ সংক্রান্ত একটি প্রতিবাদপত্র পাঠিয়েছে। পত্রে জাপানের বিরুদ্ধে, জি-টোয়েন্টির পালাক্রমিক সভাপতিদেশের ক্ষমতার অপব্যবহার করে, রাশিয়ার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার অভিযোগ আনা হয়। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040