রফতানিপণ্যের ওপর জাপানি নিয়ন্ত্রণব্যবস্থা মোকাবিলায় কূটনীতির আশ্রয় নেবে সিউল
  2019-07-05 15:20:19  cri
জুলাই ৫: সম্প্রতি নিজের সেমিকন্ডাক্টরজাতীয় পণ্য দক্ষিণ কোরিয়ায় রফতানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জাপান। আর এই বিধিনিষেধ মোকাবিলায় কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। গতকাল (বৃহস্পতিবার) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টভবনের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান ছুং ইউই ইয়ুং-এর নেতৃত্বে আয়োজিত জাতীয় নিরাপত্তা কমিটির সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

ছুং ইউই ইয়ুং জানান, জাপানের এ বিধিনিষেধ প্রতিশোধমূলক। এটা শুধু বিশ্ব বাণিজ্য সংস্থার সংশ্লিষ্ট নিয়মের পরিপন্থি, তা নয়; বরং তা অবাধ বাণিজ্যের চেতনারও পরিপন্থি। দক্ষিণ কোরীয় সরকার বিশ্ব বাণিজ্য সংস্থায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করবে। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040