জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের প্রেসিডেন্টের সঙ্গে চীনা কর্মকর্তার সাক্ষাৎ
  2019-07-05 11:00:41  cri
জুলাই ৫: গতকাল (বৃহস্পতিবার) চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় বিদেশবিষয়ক কমিটির কার্যালয়ের পরিচালক ইয়াং চিয়ে ছি বেইজিংয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট তিজানি মুহাম্মাদ-বান্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে ইয়াং চিয়ে ছি বলেন, চীন বহুপক্ষবাদ সমর্থন করে এবং আন্তর্জাতিক ইস্যুতে জাতিসংঘের ইতিবাচক ভূমিকাকে বরাবরই সমর্থন দিয়ে আসছে। ৭৪তম সাধারণ পরিষদে দারিদ্র্যবিমোচন, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে ইতিবাচক ভূমিকা রাখবে চীন।

এসময় বান্দে জাতিসংঘ ও সাধারণ পরিষদের কাজে সমর্থন দিয়ে আসায় চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চীনের সঙ্গে বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করে, যৌথভাবে বহুপক্ষবাদ এবং জাতিসংঘের সনদ ও নীতিমালা সংরক্ষণ করবে সাধারণ পরিষদ।

উল্লেখ্য, তিজানি মুহাম্মাদ-বান্দে গত ৪ঠা জুন জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৪তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। বর্তমানে সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মারিয়া ফার্নান্দা এস্পিনোসা। সেপ্টেম্বরের শেষ দিকে তাঁর কার্যমেয়াদ শেষ হবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040