বেইজিংয়ে হাসিনা-লি দ্বিপক্ষীয় বৈঠক, ৯ চুক্তি সই
  2019-07-04 19:01:50  cri
বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় মহাগণভবনে এ বৈঠক হয়।

সকাল পৌনে ১১টায় মহাগণভবনে এসে পৌঁছলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে আধঘন্টা বৈঠক হয় দুই প্রধানমন্ত্রী। তাদের উপস্থিতিতে রোহিঙ্গাদের জন্য খাদ্য সরবরাহ, বাংলাদেশে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময় খাতসহ দুদেশের মধ্যে ৯টি চুক্তি ও সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে শেখ হাসিনা তার সম্মানে চীনা প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেন। এর আগে মহাগণভবনে চীনা বীরদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040