চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা হলো জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা
  2019-07-04 18:50:25  cri
জুলাই ৪: সম্প্রতি যুক্তরাষ্ট্রের শতাধিক বিশেষজ্ঞ ও বাণিজ্যিক প্রতিনিধি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পার্লামেন্টকে একটি যৌথ চিঠি দিয়েছে। চিঠিতে তারা চীনের প্রতি বৈরী নীতি থেকে সরে আসার জন্য পরামর্শ দেয় ট্রাম্প প্রশাসনকে। এ চিঠি থেকে প্রমাণিত হয় যে, চীন-যুক্তরাষ্ট্র সহযোগিতা হলো দেশটির জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা।

'চীন যুক্তরাষ্ট্রের শত্রু নয়' শিরোনামের চিঠিটি যুক্তরাষ্ট্রের পাঁচ জন চীনবিষয়ক বিখ্যাত বিশেষজ্ঞের নেতৃত্বে লেখা হয়েছে। এ চিঠিতে স্বাক্ষর করেছেন দেশটির শতাধিক বিশেষজ্ঞ এবং উচ্চপদস্থ সাবেক কর্মকর্তা।

এই চিঠি প্রমাণ করে, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষনেতার বৈঠকে সমন্বয়, সহযোগিতা ও স্থিতিশীলতার চীন-মার্কিন সম্পর্ক জোরদার করতে এবং সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে দু'দেশের বাণিজ্যিক আলোচনা পুনরায় শুরু করতে যে ঐকমত্য হয়েছে- তা দু'দেশ ও আন্তর্জাতিক সমাজের অভিন্ন আকাঙ্ক্ষা।

খোলা চিঠিতে বলা হয়, অর্থনৈতিক ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রের শত্রু নয়। চীন-মার্কিন সম্পর্ক উভয়ের জন্যই কল্যাণকর। দু'দেশের বাণিজ্যের পরিমাণ ১৯৭৯ সালের ২.৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০১৮ সালের ৬৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। দু'দেশের অর্থনীতির মোট পরিমাণ বিশ্বের ৪০ শতাংশ। চীন ও যুক্তরাষ্ট্রের যে কোনো দেশের সফলতা, নিশ্চয়ই পরস্পরের সফলতার ভিত্তিতেই বাস্তবায়ন করা যায় এবং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিঃসন্দেহে বিভিন্ন পক্ষের জন্য ক্ষতিকর।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040