দ্বন্দ্ব ও মতভেদ দিয়ে বর্তমান চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্ণনা করা উচিত্ নয়: চীনা মুখপাত্র
  2019-07-04 17:18:14  cri
জুলাই ৪: চীন মৌলিক, বস্তুনিষ্ঠ কণ্ঠস্বর ও মন্তব্যের স্বীকৃতি দেয়। দ্বন্দ্ব ও মতভেদ দিয়ে বর্তমান চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্ণনা করা উচিত্ নয়। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত 'প্রকাশ্য চিঠি' সম্পর্কে জবাব দেওয়ার সময় একথা বলেছেন।

সম্প্রতি ওই পত্রিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসের কাছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের লেখা একটি চিঠি প্রকাশিত হয়। চিঠিতে বলা হয়, চীনকে শত্রু হিসেবে দেখে কোনো লাভ হবে না। চিঠিতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ৭টি প্রস্তাবও উত্থাপন করা হয়।

এ প্রসঙ্গে মুখপাত্র কেং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র শত্রু নয়। দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বছরে দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন ঝামেলা পার করেছে এবং ঐতিহাসিক উন্নয়নও হয়েছে। এতে দু'দেশের জনগণের বিশাল স্বার্থ উন্নয়ন ছাড়াও, বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নতি ও সমৃদ্ধি বেগবান হয়েছে। যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমাজের বিবেকবান কণ্ঠস্বরের গঠনমূলক মতামত মেনে নিয়ে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করবে বলে আশা প্রকাশ করেন মুখপাত্র। (লিলি/তৌহিদ/ফেইফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040