চীনের বিরুদ্ধে মার্কিন বৈরী নীতির বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের শতাধিক বিশেষজ্ঞ ও কর্মকর্তা
  2019-07-04 16:43:22  cri
জুলাই ৪: যুক্তরাষ্ট্র গতকাল (বুধবার) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত পূর্ব এশীয়া ও প্রশান্ত অঞ্চলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সুসান এ থোর্নটন, চীনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত স্টাফ্লেটন রোই এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইজ্রা ভোগেলসহ যুক্তরাষ্ট্রের শতাধিক বিশেষজ্ঞ ও বাণিজ্যিক প্রতিনিধি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পার্লামেন্টকে এক যৌথ চিঠি দেন। চিঠিতে তারা চীনের প্রতি বৈরী নীতি গ্রহণের বিরোধিতা করেন।

'চীন যুক্তরাষ্ট্রের শত্রু নয়' শিরোনামে যৌথ চিঠিটি যুক্তরাষ্ট্রের পাঁচ জন চীনবিষয়ক বিখ্যাত বিশেষজ্ঞের নেতৃত্বে লেখা হয়েছে। তারা হলেন, এমআইটি'র প্রফেসর টাইলোর ফ্রাভেল, চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত স্টাফ্লেটন রোই, কার্নেগি ইনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের উচ্চপদস্থ গবেষক মাইকেল সওয়াইন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পূর্ব এশিয়া ও প্যাসিফিক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সুসান এ থোর্নটন। এই যৌথ চিঠিটি বুধবার 'ওয়াশিংটন পোস্ট' পত্রিকায় প্রকাশিত হয়।

চিঠিতে সাতটি দৃষ্টিকোণ থেকে বর্তমানে চীনবিরোধী মার্কিন নীতির সমস্যাগুলো ব্যাখ্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আচরণের কারণে মার্কিন-চীন সম্পর্ক কমে যাচ্ছে। চিঠিতে বলা হয়, মার্কিন-চীন সম্পর্কের উত্তেজনাময় পরিস্থিতির অবনতি যুক্তরাষ্ট্র ও বিশ্ব স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এতে আরও বলা হয়, চীন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও নিরাপত্তার জন্য শত্রু নয়; চীনের বিরুদ্ধে মার্কিন বৈরী নীতি অপ্রয়োজনীয়।

চিঠিতে আরও বলা হয়, চীন বর্তমান আন্তর্জাতিক শৃঙ্খলা উত্খাত করতে চায় না; চীন বিগত বছরগুলোতে আন্তর্জাতিক শৃঙ্খলা থেকে লাভবান হয়েছে। চীনের অংশগ্রহণ আন্তর্জাতিক শৃঙ্খলার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।

এ চিঠিতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের শতাধিক বিশেষজ্ঞ এবং উচ্চপদস্থ সাবেক কর্মকর্তা।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040