মার্কিন বাণিজ্য মহল চীন-মার্কিন আর্থিক সংঘাত সমাধানে আশাবাদী
  2019-07-04 16:42:44  cri
জুলাই ৪: মার্কিন সাবেক বাণিজ্য প্রতিনিধি কার্লা অ্যান্ডার্সন হিল্‌স সম্প্রতি বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষবৈঠকে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছানো দু'দেশের বাণিজ্যিক আলোচনার টেকসই উন্নয়নের 'প্রথম ধাপ'।

হিল্‌স মনে করেন, চীন ও যুক্তরাষ্ট্র সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আর্থিক আলোচনা পুনরায় শুরু করবে এবং যুক্তরাষ্ট্র চীনের রপ্তানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করবে না। যদি দু'দেশ এর ভিত্তিতে স্থিতিশীলভাবে আরো সক্রিয় পদক্ষেপ নেয়, তাহলে দু'দেশের অর্থনীতি লাভবান হবে এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে।

তিনি বলেন, দু'দেশের বাণিজ্যিক মহলের নেতারা সংঘাত সমাধানে খুব আশাবাদী। আর্থিক সংঘাত দু'দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিরাট অনির্দিষ্টতা তৈরি করেছে।

হিল্‌স বলেন, মার্কিন বাণিজ্য মহল, শ্রমিক ও কৃষকরা আশা করেন, চীন-মার্কিন আলোচনায় আরও বেশি অগ্রগতি অর্জিত হবে। হিল্‌স দু'দেশের আর্থিক আলোচনা দলকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়মিত সাক্ষাত্ করার আহ্বান জানান, যাতে সমস্যা সমাধান করা যায়।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040