সিনচিয়াংয়ে তিন বছর ধরে বিনামূল্যে গণস্বাস্থ্য সেবা নিয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৩০ হাজার মানুষ
  2019-07-04 16:26:16  cri
জুলাই ৪: ২০১৬ সাল থেকে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে টানা তিন বছর ধরে বিনামূল্যে গণস্বাস্থ্য পরীক্ষা চালু আছে। এ পর্যন্ত শারীরিক পরীক্ষা নিয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৩০ হাজার পার্সন-টাইমস। এক্ষেত্রে মোট ৪০৬.৮ কোটি ইউয়ান রেনমিনবি বরাদ্দ দেওয়া হয়েছে। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তথ্য কার্যালয় এ তথ্য জানায়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াংয়ে বিনামূল্যে গণস্বাস্থ্য পরীক্ষা কাজ জোরদার হয়েছে এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার মান ধাপে ধাপে বাড়ছে। পরবর্তীতেও সিনচিয়াং জনগণের স্বাস্থ্য পরীক্ষার কাজ চালিয়ে যাবে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040