হংকং ইস্যুতে চীনের অবস্থান তুলে ধরলেন ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত
  2019-07-04 16:10:49  cri

জুলাই ৪: গতকাল (বুধবার) ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ সিও মিং দূতাবাসে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইন পরিষদের ভবনে সংঘটিত হিংসাত্মক ঘটনা সম্পর্কে চীনের অবস্থান তুলে ধরেন। হংকংয়ের বিষয়ে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করায় ব্রিটেনের প্রতি তীব্র অসন্তোষ ও প্রতিবাদ জানান তিনি।

তিনি বলেন, পহেলা জুলাই হংকংয়ের চীনের কোলে ফিরে আসা এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার আনন্দদায়ক দিন। সেদিন কোনো কোনো চরমপন্থি আইন পরিষদের ভবনে ঢোকে এবং ভবনের স্থাপনা নষ্ট করে। তাদের আচরণ মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ বিক্ষোভের সীমা ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, এই ইস্যুটি ব্রিটেন সরকার ভুলভাবে দেখছে এবং অযৌক্তিক মন্তব্য করে হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ করছে। তা ছাড়া, ব্রিটেন অপরাধীদের সমর্থনও করছে। চীন ব্রিটেনের এ ধরনের আচরণে অসন্তোষ ও দৃঢ় বিরোধিতা করে বলে জানান রাষ্ট্রদূত।

(লিলি/তৌহিদ/ফেইফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040