প্রসঙ্গ: চীনের পরিবহন খাতের উন্নয়ন
  2019-07-04 14:51:21  cri

সম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্য অনুসারে, নয়াচীন প্রতিষ্ঠার পর বিগত ৭০ বছর ধরে চীনের মৌলিক শিল্প ও অবকাঠামো খাতে বড় অগ্রগতি অর্জিত হয়েছে। ২০১৮ সালের শেষ নাগাদ চীনে রেলপথ ও সড়কপথের দৈর্ঘ্য ১৯৪৯ সালের শেষের দিকের চেয়ে বেড়েছে যথাক্রমে ৫ গুণ ও ৫২ গুণ এবং আকাশপথের দৈর্ঘ্য ১৯৫০ সালের চেয়ে বেড়েছে ৭৩৪ গুণ।

২০১৮ সালের শেষ নাগাদ চীনের রেলপথের দৈর্ঘ্য ছিল এক লাখ ৩১ হাজার কিলোমিটার, যা ১৯৪৯ সালের চেয়ে পাঁচ গুণ বেশি। এর মধ্যে, উচ্চগতির রেলপথের দৈর্ঘ্য ২৯ হাজার কিলোমিটারে পৌঁছেছে, যা বিশ্বের উচ্চগতির মোট রেলপথের ৬০ শতাংশেরও বেশি। এসময় সড়কপথের দৈর্ঘ্য দাঁড়ায় ৪.৮৫ মিলিয়ন কিলোমিটার; প্রবৃদ্ধি হয়েছে ৫৯ গুণ। আর আকাশপথের দৈর্ঘ্য দাঁড়ায় ৮.৩৮ মিলিয়ন কিলোমিটার, যা ১৯৫০ সালের চেয়ে ৭৩৪ গুণ বেশি। চীনের পরিবহন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী লিউ সিয়াও মিং বলেন, "গত ৭০ বছর ধরে আমরা যৌথ প্রচেষ্টা চালিয়ে অনেক সাফল্য অর্জন করেছি। চীনের পরিবহনব্যবস্থা শুরুর দিকে তেমন ভালো ছিল না। ধীরে ধীরে আমরা উন্নত হয়েছি। বর্তমানে এ খাতে স্থিতিশীলভাবে উন্নয়ন ঘটছে। এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য। সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রসের পর আমরা একটি বড় পরিবহন-দেশ তৈরি করেছি এবং দৃঢ়ভাবে একটি শক্তিশালী পরিবহন-দেশে পরিণত হবার দিকে এগিয়ে যাচ্ছি।"

চীনের পরিবহনশিল্পের মান বিশ্বমানের প্রায় কাছাকাছি। কিছু কিছু অঞ্চলে পরিবহনব্যবস্থার মান, এমনকি বিশ্বমানকেও ছাড়িয়ে গেছে। বেইজিং জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের পরিবহন কলেজের ৮০ বছর বয়স্ক অধ্যাপক হু সিজি নয়াচীন প্রতিষ্ঠার পর বিগত ৭০ বছর ধরে পরিবহনশিল্পে পরিবর্তনগুলি অনুভব করেছেন। তিনি বলেন, চীনের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উন্নত পরিবহন অবকাঠামো একটি গুরুত্বপূর্ণ সহায়ক-শক্তি হয়ে উঠেছে। তিনি বলেন, "পরিবহনশিল্পের মানে হচ্ছে অবকাঠামো নির্মাণ, যার জন্য প্রচুর বিনিয়োগ প্রয়োজন। সংস্কার ও উন্মুক্তকরণের আগে, সড়কপথের নির্মাণকাজে কোনো ভারসাম্য ছিল না। তখন বেশিরভাগ সড়ক নির্মিত হয়েছে পূর্বাঞ্চলে। দেশের কেন্দ্রে ও পশ্চিমাঞ্চলে সড়ক-ব্যবস্থা অনুন্নত ছিল। আমাদেরকে পরিবহন খাতের যুক্তিসঙ্গত বিন্যাসকে আরও এগিয়ে নিতে ও আজকের সামাজিক অর্থনীতির সুষম বিকাশকে যুক্তিসঙ্গত বন্টনের মাধ্যমে উন্নত করতে হবে।"

বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, পরিবহন নেটওয়ার্কের উন্নতি এবং এ খাতে সেবার মানের উন্নতির ফলে চীনের অর্থনৈতিক অপারেশন দক্ষতা উন্নত হয়েছে; পরিবহনব্যয় হ্রাস পেয়েছে; অটোমোবাইল, জাহাজ, ধাতুবিদ্যা, ই-কমার্স, পর্যটন, রিয়েল এস্টেটসম্পর্কিত সংশ্লিষ্ট শিল্পগুলির অনেক উন্নতি হয়েছে। পাশাপাশি, বিপুল কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।

বর্তমানে, চীন একটি শক্তিশালী পরিবহন-দেশে পরিণত হতে চলেছে। চীনের পরিবহন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী লিউ সিয়াও মিং বলেন, চীন বিশ্বের দৃষ্টি, চীনা বৈশিষ্ট্য, ও আন্তর্জাতিক মানদন্ড মেনে চলবে এবং একটি আধুনিক, নিরাপদ, সুবিধাজনক, কার্যকর, সবুজ ও অর্থনৈতিক পরিবহনব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবে। এর জন্য প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে। লিউ সিয়াও মিং বলেন,

"পরিবহনশিল্পের ক্ষেত্রে দেশকে বড় থেকে শক্তিশালীতে রূপান্তর করার চাবিকাঠি হচ্ছে উদ্ভাবন। আমরা সার্বিক উন্নয়ন-প্রক্রিয়ার মূলে উদ্ভাবনকে স্থান দেবো। উদ্ভাবন একটি শক্তিশালী পরিবহন-দেশ গড়ে তোলার প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে।" (জিনিয়া/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040