জুলাই ৪: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ৭০ বছরে চীন নিজেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চীনের কাছ থেকে অনেককিছুই শেখার আছে। গতকাল (বুধবার) বিকেলে বেইজিংয়ে স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বেইজিংয়ে বাংলাদেশি দূতাবাসের সহযোগিতায় চীনে প্রবাসী বাংলাদেশিরা এ সংবর্ধনার আয়োজন করে।
বেইজিংয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(ছবি:মোস্তাক আহমেদ)
অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী বাংলাদেশিদের পক্ষে ইঞ্জিনিয়ার শামসুল হক বক্তৃতা করেন। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে ছিলেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. ফজলুল করিম।
বেইজিংয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(ছবি:মোস্তাক আহমেদ)
উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের আমন্ত্রণে ৫ দিনের সরকারি সফরে গত সোমবার চীনের তালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় অংশ নেন। পরে তিনি ৩ জুলাই তালিয়ান থেকে বেইজিং পৌঁছান। বেইজিংয়ে অবস্থানকালে তিনি চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং ব্যাবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। (টুটুল/আলিম)