বেইজিংয়ে বুলগেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে লি চান শু'র সাক্ষাৎ
  2019-07-04 11:13:30  cri

জুলাই ৪: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি চান শু গতকাল (বুধবার) বেইজিংয়ে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন জর্জিভ রাদেভের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে লি চান শু বলেন, চলতি বছর গণচীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী এবং চীন-বুলগেরিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠারও ৭০তম বার্ষিকী। দু'দেশের প্রেসিডেন্টদ্বয় একমত হয়েছেন যে, দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে, চীন উন্মুক্তকরণের মাধ্যমে উন্মুক্ত বিশ্ব অর্থনীতির পক্ষে কাজ করছে এবং সহযোগিতার মাধ্যমে বুলগেরিয়াসহ বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করতে চাচ্ছে। বুলগেরিয়ার সঙ্গে, দু'নেতার যৌথ সিদ্ধান্ত বাস্তবায়ন করে ও দু'দেশের আইন প্রণয়নকরী সংস্থাগুলোর মধ্যে আদানপ্রদান বজায় রেখে, বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন।

জবাবে প্রেসিডেন্ট রাদেভ বলেন, বুলগেরিয়া 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে অংশগ্রহণ করতে আগ্রহী এবং চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040