চীনের সিনচিয়াংয়ে উন্নয়ন ও সন্ত্রাসদমনে অগ্রগতি প্রশংসিত
  2019-07-04 11:11:45  cri
জুলাই ৪: সম্প্রতি জেনিভায় চীনের স্থায়ী প্রতিনিধিদল 'সিনচিয়াংয়ে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন' শীর্ষক সভার আয়োজন করে। সভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রতিনিধিরা সিনচিয়াংয়ে উন্নয়ন ও সন্ত্রাসদমনে অর্জিত অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

চীনের স্থায়ী প্রতিনিধি ছেন সুই তাঁর ভাষণে বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা হলো মানবাধিকারের মৌলিক ভিত্তি। সিনচিয়াং দ্রুত উন্নত হচ্ছে এবং সেখানকার পরিস্থিতিও স্থিতিশীল। সিনচিয়াং সবসময় বিভিন্ন জাতির জনগণের মৌলিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে, আইন অনুযায়ী সহিংসতা বা সন্ত্রাসী তত্পরতা দমনের ওপর গুরুত্ব দিয়ে আসছে। তা ছাড়া, সিনচিয়াংকে চরমপন্থামুক্ত করার জন্য গৃহীত বিশেষ পেশাগত প্রশিক্ষণব্যবস্থাও ফলপ্রসূ হয়েছে। বিগত তিন বছরে সিনচিয়াংয়ে কোনো সহিংস সন্ত্রাসী তত্পরতা দেখা যায়নি।

সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আকসু অঞ্চলের পরিচালক স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, দারিদ্র্যবিমোচন, এবং জনগণের জীবনমান উন্নয়নসংক্রান্ত তথ্যাদি তুলে ধরেন। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040