অবাধ বাণিজ্য এলাকা সংস্কারে পরীক্ষামূলক পদক্ষেপকে সমর্থন দেবে চীনা সরকার
  2019-07-04 10:20:32  cri
জুলাই ৪: গতকাল (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের নিয়মিত বৈঠকে অবাধ বাণিজ্য এলাকার সংস্কার-প্রক্রিয়া, সংস্কারের ক্ষেত্রে পরীক্ষামূলক বহুমুখী পদক্ষেপ, এবং শিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ বৈদেশিক বাণিজ্যিক পদ্ধতি তৈরিসম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বৈঠকে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সভাপতিত্ব করেন।

বৈঠকে বলা হয়, চীন সরকারের সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী, অবাধ বাণিজ্য এলাকায় বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করা হবে। সংস্কার, উন্মুক্তকরণ, ও গুণগত মানের উন্নয়নের চাহিদা অনুযায়ী, আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক নীতিমালার মানদণ্ডের সঙ্গে তুলনা করে, এক্ষেত্রে বিদ্যমান ব্যবধান দূর করতে হবে। অবাধ বাণিজ্য এলাকার উন্মুক্তকরণে সমর্থন দেওয়া হবে, বিশেষ করে পুঁজি বিনিয়োগ অনুমোদন ও বাজার অনুমোদনের প্রশাসনিক ক্ষমতা পৌর সরকার বা প্রাদেশিক সরকারের হাতে দেওয়া হবে। সমান ও প্রতিযোগিতামূলক বাজার-পরিবেশ গড়ে তোলার পাশাপাশি, বিভিন্ন সংরক্ষণব্যবস্থাও গ্রহণ করতে হবে, যাতে অবাধ বাণিজ্য এলাকার আশেপাশের শহর ও অঞ্চলের অর্থনীতির উন্নয়ন ঘটতে পারে।

বৈঠকে আরও বলা হয়, আন্তঃদেশীয় অনলাইন বাণিজ্যের উন্নয়ন আমদানি-রফতানির গুণগত মান উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক বছরগুলোতে আন্তঃদেশীয় অনলাইন বাণিজ্যের দ্রুত উন্নয়ন চীনের অভ্যন্তরীণ শিল্পের উন্নয়নে উত্সাহ যুগিয়েছে। ভবিষ্যতে অনলাইন বাণিজ্যের জন্য পরিষেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা, মাল পরিবহনব্যবস্থা স্থাপন করা, এবং নকল ও নিম্নমানের পণ্যের প্রসার প্রতিরোধ করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে ভোক্তাদের অধিকার নিশ্চিত করা হবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040