
সুই মু নিয়ান হুয়ার সব সদস্য যদিও বিভিন্ন সময় ছিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন, তারপরও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার করার সময় তারা সবাই সংগীত অনুষ্ঠানে অংশ নেন বা সংগীত ব্যান্ডের সদস্য ছিলেন।
লু কেং সুই ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিজেই একটি গিটার কিনে গিটার বাজান এবং সংগীত রচনা করতে থাকেন। সহপাঠীরা তাকে 'বিশ্ববিদ্যালয়ের গায়ক' হিসেবে ডাকত। ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় লু কেং সুই 'স্বপ্নের মালভূমি' নামে একটি কোরাস দল গঠন করেন এবং সে বছর বেইজিং শহরের বিশ্ববিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান।
১৯৯৪ সালে লু কেং সুই সফলভাবে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। ২০০০ সালে লু কেং সুই বেইজিং সিইয়াংইয়াং সংস্কৃতি উন্নয়ন কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং সে বছরের অগাস্ট মাসে নিজের প্রথম অ্যালবাম 'ভবিষ্যতের ভবিষ্যত্' প্রকাশ করেন।
কণ্ঠশিল্পী লি চিয়ান এক সময় এই ব্যান্ডের সদস্য ছিলেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় সংগীত সম্পর্কে তিনি আগ্রহী হয়ে ওঠেন। উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ক্যাম্পে আয়োজিত এক সংগীত প্রতিযোগিতায় লি চিয়ান 'মনের কথা বলি' নামে গানটি গেয়ে দেশের প্রথম পুরস্কার পেয়েছেন। এরপর তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের সময় তিনি লু কেং সুই-এর সঙ্গে পরিচিত হন। তারপর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার দুই বছর পর লু কেং সুইয়ের আমন্ত্রণে লি চিয়ান এবং লু কেং সুই 'সুই মু নিয়ান হুয়া' ব্যান্ড গঠন করেন।
সুই মু নিয়ান হুয়া'র আরেকজন সদস্য লিয়াও চিয়ে উচ্চ বিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই গিটার শেখা শুরু করেন। ১৯৯৩ সালে লিয়াও চিয়ে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সবসময় সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। লিয়াও চিয়ে বেইজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোরাস প্রতিযোগিতার প্রথম পুরস্কার পান, ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতায়ও প্রথম পুরস্কার পান। ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত লিয়াও চিয়ে আইবিএম কোম্পানির প্রকল্প ম্যানেজার হিসেবে কাজ করেন। ২০০২ সালের অগাস্ট মাসে সুই মু নিয়ান হুয়া সংগীত ব্যান্ডে যোগ দেন।
ইয়াং ইয়ুং একসময় সুই মু নিয়ান হুয়ার সদস্যও ছিলেন। তার পরিবারের অনেকেই ছিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। ছোটবেলা থেকেই ইয়াও ইয়ু সংগীত শিখতে শুরু করেন। তিনি এশিয়া গেমসসহ বিভিন্ন বড় ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ১৯৯৩ সালে তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং নিজের প্রথম রক ব্যান্ড গঠন করেন। ২০০২ সালের অগাস্ট মাসে সুই মু নিয়ান হুয়া সংগীত ব্যান্ডে যোগ দেন। ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে ইয়াং ইয়ু সুই মু নিয়ান হুয়া সংগীত ব্যান্ড থেকে সরে যান।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় সংগীত ব্যান্ড সুই মু নিয়ান হুয়া'র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।
আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে। (শুয়েই/টুটুল/সুবর্ণা)






