নিজেকে হংকংয়ের রক্ষাকারী মনে করা ব্রিটেনের প্রতিদানহীন ভালোবাসা ও নিজস্ব চিন্তা: চীনা মুখপাত্র
  2019-07-03 18:58:55  cri
জুলাই ৩: ব্রিটেন নিজেকে হংকংয়ের রক্ষাকারী মনে করে, যা দেশটির প্রতিদানহীন ভালোবাসা ও নিজস্ব চিন্তা। আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং চীনের হংকং-সংক্রান্ত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের মন্তব্যের জবাব দেন।

মুখপাত্র কেং বলেন, ১৯৯৭ সালের পহেলা জুলাই থেকে হংকংয়ে চীনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। চীন সরকার সংবিধান ও মৌলিক আইন অনুযায়ী হংকং পরিচালনা করছে। চীনের কোলে ফিরে আসার পর হংকংয়ের প্রতি ব্রিটেনের সার্বভৌমত্বের অধিকার, প্রশাসন ও তত্ত্বাবধানের অধিকারও শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমি জনাব হান্টকে মনে করিয়ে দিতে চাই, ব্রিটেনের ঔপনিবেশিক শাসনামলে হংকংয়ে কোনো গণতন্ত্র ছিল না। রাস্তায় হংকংবাসীর মিছিল করার অধিকারও ছিল না। চীনের কোলে ফিরে আসার পর চীন সরকার সংবিধান ও হংকংয়ের মৌলিক আইন অনুযায়ী 'এক দেশ, দুই ব্যবস্থা', 'হংকংবাসীর হংকং শাসন' এবং 'উচ্চ মাত্রার স্বায়ত্তশাসন' নীতি বাস্তবায়ন করে হংকংবাসীর অভূতপূর্ব গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা উপভোগ নিশ্চিত করেছে বলে জানান মুখপাত্র।(লিলি/তৌহিদ/ফেইফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040