হংকং সম্পর্কে ব্রিটেনের ভুল মন্তব্যে চীনের কঠোর প্রতিক্রিয়া
  2019-07-03 18:46:56  cri
জুলাই ৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হংকং দফতরের প্রধান আজ (বুধবার) ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর হংকং সম্পর্কিত ভুল মন্তব্য সম্পর্কে ব্রিটেনকে কঠোর মনোভাব জানিয়েছেন। এদিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হংকং দফতরের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

দফতরের প্রধান বলেন, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বার বার হংকং সম্পর্কে ভুল মন্তব্য প্রকাশ করেছেন, আমরা এজন্য তীব্র ক্ষোভ জানাই।

তিনি বলেন, সহিংসতা ও অপরাধ কোনো দেশ বা সমাজ সহ্য করবে না। আইন অনুসরণকারী প্রতিটি মানুষের এর তীব্র বিরোধিতা ও নিন্দা করা উচিত। আমরা আবারও ব্রিটেনকে জানাই, হংকং হলো চীনের এবং এটি চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। হংকং চীনের মূল ভূভাগের কোলে ফিরে আসার পর এবং অন্তর্বর্তীকালীন কাজ সম্পন্ন হওয়ার পর 'চীন-ব্রিটেন যৌথ বিবৃতিতে' নির্ধারিত ব্রিটেন সম্পর্কিত অধিকার ও দায়িত্ব শেষ হয়েছে। এরপর থেকে হংকংয়ে ব্রিটেনের কোনো সার্বভৌমত্ব নেই, ব্রিটেনের কোনো তত্ত্বাবধানের অধিকারও নেই; তথাকথিত 'দায়িত্বও' নেই। আমরা আবারও ব্রিটেনকে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি মেনে চলা, চীনের সার্বভৌমত্বকে সম্মান করা, হংকং ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেই।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040