১৩তম গ্রীষ্মকালীন দাভোস ফোরাম শেষ
  2019-07-03 17:22:25  cri
জুলাই ৩: বুধবার ১৩তম গ্রীষ্মকালীন দাভোস ফোরামের সব কার্যক্রম সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। 'নেতৃত্বের শক্তি ৪.০: বিশ্বায়নের নতুন যুগের সফলতার পদ্ধতি' প্রতিপাদ্যে এবারের গ্রীষ্মকালীন দাভোস ফোরামে শিল্পপতির সংলাপ, সংস্কৃতি ভোজ ও পেশাগত ফোরামসহ দু'শতাধিক কার্যক্রমের আয়োজন করা হয়। বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের রাজনৈতিক ও বাণিজ্যিক মহলের নেতা, বিদগ্ধ সামাজিক বিজ্ঞানী এবং মিডিয়া প্রতিনিধিসহ দু'হাজারেও বেশি মানুষ এতে অংশ নেন। তারা তিন দিনব্যাপী ফোরামে ফাইভ-জি, বিশ্বায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন এবং চালকবিহীন গাড়িসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

চীনের অর্থনীতির ভবিষ্যত্, বিদেশি প্রতিষ্ঠানের জন্য চীনের নতুন নীতি ও বিনিয়োগসহ চীনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে এবার আলোচনা হয়। উন্মুক্তকরণ জোরদার করা এবং সংস্কারে অবিচল থাকাসহ চীনের প্রস্তাব ইতিবাচক সাড়া পেয়েছে। ফোরামে অংশগ্রহণকারী অতিথিরা বিশ্ব অর্থনীতির উন্নয়নে চীনের ভূমিকা ও চীনের পরিকল্পনায় আস্থা প্রকাশ করেন।

ফোরামের সমাপনী অনুষ্ঠানে তালিয়েন শহরের উপ-মেয়র চিন কুও উই সরকারের পক্ষ থেকে ফোরামের বিভিন্ন পক্ষকে ধন্যবাদ জানান। (লিলি/তৌহিদ/ফেইফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040