শান্তি ও সমন্বয়ে অবিচল থাকায় বিশ্বের আস্থা অর্জন করেছে চীন: বিশেষজ্ঞ মতামত
  2019-07-03 16:22:16  cri
জুলাই ৩: 'দ্বিতীয় ওয়েনশৌ আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক সেমিনার' ১ থেকে ৩ জুলাই পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। বিশটিরও বেশি দেশের নেতৃবৃন্দ, নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে যোগ দেন। তাঁরা মনে করেন, শান্তি ও সমন্বয়ে অবিচল থাকার কারণে বিশ্বের আস্থা অর্জন করেছে চীন।

সেমিনার চলাকালে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, পাকিস্তান ও রাশিয়াসহ ২০টিরও বেশি দেশের বিশেষজ্ঞ বিভিন্ন বিষয়ে একমত হন। তাঁরা বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে চীনের শান্তিপূর্ণ উন্নয়নের চিন্তাধারার আলোকে পারস্পরিক সহযোগিতা অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। ফলে, বিশ্বের ব্যাপক আস্থা ও প্রশংসা অর্জন করেছে চীন।

(লিলি/তৌহিদ/ফেইফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040