বিবৃতিতে ইরানের নিম্ন ঘনত্বের সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ সীমার বাইরে চলে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এ তথ্যের সত্যতার প্রমাণ পেয়েছে। বিবৃতিতে ইরানকে পরমাণুচুক্তির সংশ্লিষ্ট শর্ত লংঘন না-করার আহ্বান জানানো হয়।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ গত সোমবার দাবি কেন, ইরানে নিম্ন ঘনত্বের সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ ৩০০ কিলোগ্রাম ছাড়িয়েছে, যা ইরান-পরমাণুচুক্তিতে নির্ধারিত সর্বোচ্চ সীমা।
তিনি জানান, ইরান ইতোমধ্যে চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া শুরু করেছে। তিনি অভিযোগ করেন, ইইউ তাঁর দেশের বৈধ অধিকার রক্ষায় পরমাণুচুক্তি অনুসারে যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি। (স্বর্ণা/আলিম/মুক্তা)