ব্যাটারিচালিত গাড়িশিল্পের গুণগত মান ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা উচিত: ওয়াং ইয়ুং
  2019-07-03 14:33:39  cri
জুলাই ৩: 'ব্যাটারিচালিত গাড়ি সম্মেলন, ২০১৯' গতকাল (মঙ্গলবার) চীনের হ্যনান প্রদেশের বোআও শহরে অনুষ্ঠিত হয়। চীনের জাতীয় কাউন্সিলার ওয়াং ইয়ুং সম্মেলনে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছাবাণী পাঠ করেন এবং ভাষণ দেন।

ওয়াং ইয়ুং জোর দিয়ে বলেন, "প্রেসিডেন্ট সি'র শুভেচ্ছাবাণী থেকে এটা সুস্পষ্ট যে, চীনা সরকার সবুজ পরিবেশ ও ব্যাটারিচালিত গাড়িশিল্প উন্নয়নের ওপরে গুরুত্ব দিচ্ছে। তাঁর বাণীতে নতুন-জ্বালানিচালিত গাড়ির বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তন ও এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। আমাদের উচিত, পরিকল্পনায় গুরুত্ব দিয়ে ও বৈজ্ঞানিক গবেষণা জোরদার করে, নতুন-জ্বালানিচালিত গাড়িশিল্পের মানসম্পন্ন ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা।"

তিনি আরও বলেন, বর্তমানে চীনের গাড়িশিল্প উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সময়পর্বে রয়েছে। ব্যাটারিসংক্রান্ত গবেষণা, বিশেষ করে নতুন প্রজন্মের আরও স্থিতিশীল ও নিরাপদ লিথিয়াম ব্যাটারির ওপর গবেষণা খুব গুরুত্বপূর্ণ। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040