আইন পরিষদভবনে সহিংসতার নিন্দা জানালো হংকংয়ে চীনের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর
  2019-07-03 14:25:25  cri
জুলাই ৩: হংকংয়ে পরমপন্থীদের আইন পরিষদভবনে ঢুকে সহিংস আচরণের নিন্দা জানিয়েছে সেখানে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর। দফতর চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতার পরিপন্থি আচরণে লিপ্ত ব্যক্তিদের পক্ষে বিবৃতি দেওয়া বন্ধ করতে সংশ্লিষ্ট পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বানও জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, কিছু চরমপন্থি সংশ্লিষ্ট আইন সংশোধনের বিরোধিতার নামে হংকং আইন পরিষদভবনে সহিংসতা চালিয়েছে এবং পরিষদভবনে ভাংচুর করেছে। এ তত্পরতা হংকংয়ের স্বার্থপরিপন্থি। এ ধরনের অপতত্পরতা 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতির প্রতিও হুমকি সৃষ্টি করে।

এ কর্মকর্তা আরও বলেন, হংকং চীনের অবিচ্ছেদ্য অংশ। চীন সরকার ও জনগণ কোনো দেশ ও শক্তিকে কোনো অজুহাতে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেবে না। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040