সুরের ধারায়---গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস
  2019-07-05 07:41:06  cri


চীনের তাইওয়ানের 'গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস' চীনা সংগীত মহলে বেশ বড় অনুষ্ঠান। এটি সবচেয়ে প্রভাবশালী ও সর্বোচ্চ মর্যাদার একটি সংগীত পুরস্কার। এই অ্যাওয়ার্ডস ১৯৯০ সাল থেকে প্রতি বছরের মে বা জুন মাসে অনুষ্ঠিত হয়। সম্প্রতি গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণ অনুষ্ঠান তাইপেইতে অনুষ্ঠিত হয়। বার্ষিক শ্রেষ্ঠ অ্যালবাম, গান, গায়ক-গায়িকা, প্রযোজকসহ মোট ২৫টি ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চলতি বছরের গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে মনোনীত ৭টি বার্ষিক শ্রেষ্ঠ গান উপভোগ করবো।

এ বছরের গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসের মনোনয়নপ্রাপ্তদের তালিকা গত ১৫ মে প্রকাশিত হয়, আর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৯ জুন তাইপেইতে অনুষ্ঠিত হয়। ৭টি শ্রেষ্ঠ গানের মধ্যে 'গোলাপের ছেলে' অবশেষে চলতি বছরের বার্ষিক শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়।

'গোলাপের ছেলে' গানটির গায়ক চীনে খুব জনপ্রিয় ও প্রভাবশালী গায়িকা ছাই ই লিন। তার গান শুধু সুর সুন্দর তা নয়, গানের মাধ্যমে জীবন সমাজের প্রতি লোকদের ভাব চিন্তা সৃষ্টি করতে পারে। 'গোলাপের ছেলে' গানটি ছাই ই লিন ২০১৯ সালে ৩১ জানুয়ারি প্রকাশিত 'Ugly Beauty' অ্যালবামের অন্তর্ভুক্ত। গানটি তাইওয়ানের এক ছেলের বাস্তব অভিজ্ঞতা অনুসারে রচনা হয়। শুনুন গানটি। গান ১

'হাই লি শুয়েই রেন' বা 'সমুদ্রে ঘুম' চীনের হংকংয়ের গায়ক ইসেন ছেনের গান। অনেক জনপ্রিয় গান ও অ্যালবাম প্রকাশ করায় ইসেন ছেন চীনের জনপ্রিয় ও প্রভাবশালী গায়কের মধ্যে অন্যতম। এর আগে তিনি চার বার গোল্ডেন মোলোডি অ্যাওয়ার্ডস পুরস্কার পান।

'হাই লি শুয়েই রেন' বা 'সমুদ্রে ঘুম' গানটি ২০১৮ সালে ১২ সেপ্টেম্বর প্রকাশিত 'L.O.V.E.' অ্যালবামের অন্তর্ভুক্ত। অ্যালবামের অনুপ্রেরণা হচ্ছে ভ্রমণ নিয়ে ইসেন ছেনের চিন্তাভাবনা। আর এই গানে এক ধরনের উদার ভালোবাসা প্রকাশিত হয়েছে। বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ২

এবার আমরা শুনবো চীনের হংকংয়ের বিখ্যাত গায়িকা লি ই লিয়ানের গান 'Chauvin'। লিন ই লিয়ানও চীনের খুব প্রভাবশালী গায়িকা। ৩৭ বছরের সংগীত জীবনে তার অনেক ক্লাসিক গান জনপ্রিয় হয়েছে। 'Chauvin' এ গান ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর প্রকাশিত 'শূন্যে' অ্যালবামের অন্তর্ভুক্ত। গানটির নাম 'chauvinism' থেকে এসেছে। বর্তমান বিশ্বে অনেক নারী সমাজে নির্যাতিত হচ্ছে। এটা যেন এক ধরনের অদৃশ্য উগ্র জাতীয়তাবাদ। লিন ই লিয়ান আশা করেন গানটির মাধ্যমে আরো বেশি লোক নারীর অধিকারের প্রতি গুরুত্ব দেবে এবং নারীর অবস্থা উন্নত হবে। গান ৩

এবার আমরা শুনবো আরও এক বিখ্যাত গায়কের গান; গানের নাম 'নতুন লেখা পুরানো গান'; গায়ক লি চোং শেন। লি চোং শেন চীনা পপ সংগীত মহলে শ্রেষ্ঠ গায়ক ও প্রযোজকের অন্যতম, বর্তমান সময়ের অনেক জনপ্রিয় গায়ক তার শিক্ষার্থী। 'নতুন লেখা পুরানো গান' গানটি তার বাবার জন্য লেখা। তিনি আবিষ্কার করেন, বড় হতে হতে বাবার প্রতি আগের অভিযোগ ও নালিশ দূর হয়ে যায়। তার সেসব না-বলা কথা তিনি গানে বলেছেন। অনেকেরই হয়তো একই রকম অনুভূতি হয়!     গান ৪

এবার আমরা শুনবো চীনের অনেক জনপ্রিয় সংগীত দল 'SHE'র গান '১৭'। গানটি ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়। গত বছর SHE' দল প্রতিষ্ঠার ১৭তম বছর। এই গান তাদের ১৭ বছরের সংগীত জীবনকে স্মরণ করার জন্য এবং ১৭ বছর ধরে তাদের প্রিয় লোকদের জন্য। এই গান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসের মনোনয়ন পায়। ২০১৮ সালে BILLBOARD RADIO'র ১০টি শ্রেষ্ঠ চীনা গানের পুরস্কার পায় এ গান। গান ৫

বিখ্যাত পুরানো গায়কের পাশাপাশি মনোনীত তালিকায় নতুন গায়কের গান আছে। পরের গানে আমরা শুনবো তাইওয়ানের ব্যান্ড ছে চি তানের গান 'লাং লিউ লিয়ান' বা 'তরঙ্গে ভেসে' ভবঘুরে। গত বছর গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে তারা বার্ষিক শ্রেষ্ঠ ব্যান্ড ও অ্যালবামের পুরস্কার পায়। 'লাং লিউ লিয়ান' গানে বর্তমান সমাজে তরুণদের অবস্থা প্রতিফলিত হয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৬

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোনীত তালিকার শেষ গান 'উ লিউ লান তা হু ফা' শুনবো। গানটিতে জাপানবিরোধী প্রতিরোধ যুদ্ধের সময় তাইওয়ানের একটি গল্প বলা হয়। কেউ কেউ বলেন, এটি শুধু গান নয়, বরং ইতিহাসের সংগীত সংস্করণ।

গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040