তুং সিয়াং জাতি
  2019-07-03 08:47:28  cri

তুং সিয়াং জাতির লোকসংখ্যা ৫ লাখ ১৩ হাজারের বেশি এবং তারা মূলত কান সু প্রদেশের লিন সিয়া হুই স্বায়ত্তশাসিত রাজ্যের একটি পাহাড়ি অঞ্চলে বাস করে।

তুং সিয়াং জাতিঅধ্যুষিত এলাকা ছিংহাই-তিব্বত মালভুমি ও পীত-মাটির মালভূমির তুলনামূলকভাবে উঁচু এলাকায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ২০০০ মিটার উঁচু এলাকাটি। এখানে তিন ভাগের এক ভাগ উপত্যকা, এক ভাগ গিরিমাটি পাহাড়ি অঞ্চল এবং বাকি এক ভাগ ঠান্ডা ও ভেজা মালভূমি। তুং সিয়াং জাতির মানুষ মূলত কৃষিকাজ করে। আলু তাদের বিখ্যাত কৃষিপণ্য। এখানে উত্পাদিত আলু মিষ্টি। এই আলু পেস্ট্রি, ওয়াইন, ভিনেগার ও মাড় নুডলস তৈরিতে ব্যবহার করা হয়। এখানকার পিচ-খুবানি নামের একটি ফল খুব বিখ্যাত। এ ফল পিচ ও খুবানির চেয়ে একটু ভিন্ন। খেতে খরমুজের মতো।

তুং সিয়াং জাতির মানুষ তুং সিয়াং নামের একটি জায়গায় বাস করত বলে তাদের নাম তুং সিয়াং। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার আগে তুং সিয়াং একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পায়নি। তাদেরকে একসময় ডাকা হতো তুং সিয়াং হুই বা মঙ্গোলিয়া হুই। কারণ তুং সিয়াং জাতির ঐতিহ্য ও ধর্মবিশ্বাসের সঙ্গে উত্তর-পশ্চিম চীনের হুই জাতির অনেক মিল আছে এবং তাদেরকে হুই জাতির একটি শাখা হিসেবে মনে করা হতো। অন্যদিকে তুং সিয়াং জাতির ভাষা মঙ্গোলিয়ান ভাষার কাছাকাছি; তাই তারদেরকে ডাকা হতো তুং সিয়াং মঙ্গোলিয়ান বলে।

তুং সিয়াং ভাষার মধ্যে রয়েছে তিনটি আঞ্চলিক ভাষা এবং অনেক শব্দ অন্য জাতির ভাষা থেকে এসেছে। তাদের ভাষায় হান ভাষার অনেক শব্দ আছে। কিছু তুর্কী শব্দও ব্যবহার করে তারা। তুং সিয়াং জাতির নিজস্ব লিখিত ভাষা নেই। তারা হান ভাষার অক্ষর ব্যবহার করে এবং কেউ কেউ আরবি অক্ষর লিখতে পারে।

তুং সিয়াং জাতি চীনের ১০টি সংখ্যালঘু জাতির অন্যতম যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে। বাকি ৯টা হলো : উইগুর, হুই, কাজাখ, কিরগিজ, সালার, তাজিক, উজবেক, বাওয়ান এবং তাতার জাতি।

তুং সিয়াং জাতির নারী তিন রঙের হিজাব পরে। মেয়ে ও নতুন বউ সবুজ রঙের হিজাব পরে, বিয়ের দু-এক বছর পর কালো রঙের হিজাব পরে এবং প্রবীণরা সাদা রঙের হিজাব পরে।

পুরুষরা বড় লম্বা জামা পরেন এবং বেল্ট পরেন। বেল্টে সবসময় ছুরি, পার্স, স্নিফ বক্স এবং চশমা বক্স ইত্যাদি থাকে। সাদা ও কালো দুটি রঙের ফ্ল্যাট টুপি পরেন তারা।

তুং সিয়াং জাতির মূল খাবার তাল, গম এবং আলু। তারা চা খেতে খুব পছন্দ করেন।

তুং সিয়াং জাতির মানুষ বাড়িকে 'ক্য এর' বলে ডাকে। ছেলের বিয়ের দশ-বারো বছর পর, আলাদা বাড়ি নির্মাণ করে এবং বাবা-মা ছেলেকে ভূমি এবং কিছু সম্পদ দেন। সবচেয়ে ছোট ছেলে বাবা-মার কাছে থাকেন এবং অন্য ছেলের তুলনায় বেশি সম্পদের উত্তরাধিকারী হন। তবে বাবা-মাকে যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হয় তাকে।

দুটি ঈদ,  সেংচি উত্সব ও আলাসো উত্সব তুং সিয়াং জাতির চারটি বড় উত্সব।

সেংচি  উত্সব মহান নবী মুহাম্মাদ (স)-এর জন্ম ও মৃত্যুর স্মরণ-উত্সব। হিজরি ক্যালেন্ডারের তৃতীয় মাসের ১২ বা ১৩ তারিখে এ উত্সব পালন করা হয়।

আলাসো আরবি শব্দ; এর অর্থ দশ। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাসের দশম দিনে এ উত্সব পালন করা হয়। তুংসিয়াং জাতির জন্য এ দিন হলো নারী ও শিশুদের সম্মিলন উত্সব। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040