চীন উন্মুক্তকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে
  2019-07-02 20:04:29  cri
জুলাই ২: এখন চীনের তালিয়ান শহরে 'গ্রীষ্মকালীন দাভোস ফোরাম ২০১৯' চলছে। এই ফোরামে চীন আবারও উন্মুক্তকরণ সম্প্রসারণের কথা ঘোষণা করেছে। এতে চীন উত্পাদন শিল্পের উন্মুক্তকরণ এবং সেবা শিল্প সম্প্রসারণ জোরদার করবে। চীন শুল্কের পরিমাণ কমাবে এবং মেধাস্বত্ব রক্ষার কাজ জোরদার করবে।

বর্তমানে সংরক্ষণবাদ এবং একতরফাবাদ ছড়িয়ে পড়েছে। বিশ্ব অর্থনীতি উন্নয়নের ঝুঁকি ও অনির্দিষ্টতা বেড়ে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে চীন উন্মুক্তকরণের ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। যা প্রমাণ করে যে, চীন সবসময় নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে।

গত রোববার চীন সরকার ২০১৯ সংস্করণের 'চীনের বাজারে বিদেশি পুঁজি বিনিয়োগ পরিচালনা ব্যবস্থার নেতিবাচক তালিকা এবং পরীক্ষামূলক অবাধ বাণিজ্য এলাকায় বিদেশি পুঁজি বিনিয়োগ পরিচালনা ব্যবস্থার নেতিবাচক তালিকা" প্রকাশ করেছে। এর মাধ্যমে বিদেশি ব্যবসায়ীরা চীনে আরও বেশি ক্ষেত্রে ব্যবসা ও শেয়ার নিয়ন্ত্রণ করতে পারবে।

এ ছাড়া, চীন অব্যাহতভাবে পুঁজি বিনিয়োগের পরিবেশ সুসংহত করবে, আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগকারীদের আরও বেশি সুযোগ দেবে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040