ছেন সিয়াও ছুন
  2019-07-02 19:10:32  cri

ছেন সিয়াও ছুন, তার আসল নাম ছেন সিয়াও জিন। ১৯৬৭ সালের ৮ জুলাই চীনের কুয়াংতুং প্রদেশের হুইচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিখ্যাত গায়ক এবং অভিনেতা।

১৯৮০ সালে ১৩ বছর বয়সী ছেন সিয়াও ছুন মাধ্যমিক স্কুলের প্রথম বর্ষেই লেখাপড়া বন্ধ করে বাবার সঙ্গে হংকংয়ে যান। পুষ্টির অভাবের কারণে তাকে দেখতে আসল বয়সের চেয়ে ছোট মনে হয়। তখন ছেন সিয়াও ছুন চাকরি খুঁজে পান না, তাই শুধুই বাবার সঙ্গে কিছু অস্থায়ী কাজ করেন।

১৯৮৩ সালে ছেন সিয়াও ছুন বাবা মাকে বিদায় জানিয়ে একাই হংকং-এর এক রেস্তরাঁয় সেবক হিসেবে কাজ করেন। পরে আবার একটি 'সেলুন'-এ দুই বছর কাজ করেন।

একবার ছেন সিয়াও ছুন শুনতে পান যে, হংকং-এর টিভিবি টেলিভিশন নৃত্যশিল্পী চায়। ছোটবেলা থেকেই ছেন সিয়াও ছুন নাচ করতে অনেক পছন্দ করেন, তাই ছেন সিয়াও ছুন এই পরীক্ষায় অংশ নেন এবং ভর্তির যোগ্যতা অর্জন করেন। তখন নৃত্যশিল্পী প্রতি মাস ৭ শ' হংকং ডলার বেতন পেতে পারেন। পরের দিন ছেন সিয়াও ছুন সেলুনের কাজ ছেড়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে টিভিবিতে যোগ দেন।

১৯৮৫ সালে ছেন সিয়াও ছুন টিভিবি'র নৃত্যশিল্পীর প্রশিক্ষণ ক্লাস থেকে স্নাতক হয়ে সঙ্গীত ব্যান্ড 'পাও সিয়াও জি'-তে যোগ দেন। এর সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন বিখ্যাত কন্ঠশিল্পীর সঙ্গে সহযোগিতা করতে শুরু করেন।

১৯৯৪ সালে ছেন সিয়াও ছুন চলচ্চিত্র 'সন্ধ্যা ৯টা থেকে ভোর ৫টা'য় অভিনয় করেন এবং এই কারণে তিনি ১৪তম হংকং ফিল্ম অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পান।

১৯৯৬ সালে ছেন সিয়াও ছুন ধারাবাহিক চলচ্চিত্র 'যৌবন এবং বিপদ' -এ অভিনয় করেন, এর মাধ্যমে তিনি শিল্প মহলে বিখ্যাত হয়ে ওঠেন। এই ধারাবাহিক চলচ্চিত্র তার শিল্প জীবনের প্রতিনিধিত্বকারী চলচ্চিত্র।

১৯৯৮ সালে ছেন সিয়াও ছুন কুংফু টিভি নাটক 'দ্যা ডিউক অব মাউন্ট ডিয়ার'-এ অভিনয় করেন। ১৯৯৯ সালে ছেন সিয়াও ছুন 'দেবতা, আমাকে উদ্ধার করুন' এবং 'আমার ভাগ্য এমন নয়' গানটি নিয়ে সেই বছর হংকংয়ের সঙ্গীত পুরস্কার পান।

২০০৩ সালে ছেন সিয়াও ছুন প্রথম বারের মত হংকংয়ে ব্যক্তিগত সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। একই বছরের ফেব্রুয়ারি মাসে ছেন সিয়াও ছুন তার ভালো বন্ধুর সঙ্গে 'এআরজে ডান্স কালচার' নামে নাচের স্কুল স্থাপন করেন।

২০১৩ সালে ছেন সিয়াও ছুন আবার চলচ্চিত্রে অভিনয়ে অংশ নেন, তার চলচ্চিত্রের নাম 'সৌভাগ্যবান পুরুষ'। ২০১৪ সালে ছেন সিয়াও ছুন হংকংয়ে 'মৈত্রীর সময়' নামে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

২০১৫ সালে ছেন সিয়াও ছুন এবং সিয়ে থিয়ান হুয়া ও চেং ই চিয়ান যুক্তরাষ্ট্র, চীনের শাংহাই, নানচিং, কুয়াংচৌ, হাংচৌ, থিয়ানচিন, হারবিন, উহান, ফুচৌ ও শেনচেনসহ বিভিন্ন শহরে 'মৈত্রীর সময়' ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়ক ছেন সিয়াও ছুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে। (শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040