চীন অব্যাহতভাবে উন্মুক্তকরণ ব্যবস্থা বাস্তবায়ন করবে
  2019-07-02 19:02:30  cri
জুলাই ২: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বহুমুখী বিভাগের প্রধান ছু সি চিয়া আজ (মঙ্গলবার) বলেন, চলতি বছর চীনের প্রধান বাণিজ্যিক সূচক যুক্তিযুক্ত পর্যায় বজায় রেখেছে। পরবর্তীতে চীন অব্যাহতভাবে উন্মুক্তকরণ বাস্তবায়ন করবে, বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক পুঁজি বিনিয়োগ স্থিতিশীল করার ব্যবস্থা জোরদার করবে।

চীনের শুল্ক বিভাগ প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে, চীনের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ১২.১ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪.১ শতাংশ বেশি হয়েছে।

বছরের প্রথম পাঁচ মাসে চীনের ব্যবহৃত বিদেশি পুঁজি বিনিয়োগ হয়েছে ৩৬৯ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৫ শতাংশ বেশি। ছু সি চিয়া বলেন, আন্তঃদেশীয় কোম্পানি চীনের বাজার সম্পর্কে খুব আশাবাদী। জার্মানি, দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র চীনের বাজারে পুঁজি বিনিয়োগ বাড়িয়েছে। চীনে ইইউ'র পুঁজি বিনিয়োগ প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

বর্তমানে একতরফাবাদ ও বাণিজ্য সংরক্ষণবাদ দেখা যাচ্ছে। বিশ্ব অর্থনীতির ঝুঁকি ও অনির্দিষ্টতা বেড়েছে। ছু সি চিয়া বলেন, বাইরের পরিবেশের পরিবর্তন চীনের বৈদেশিক বাণিজ্যে কিছুটা চাপ সৃষ্টি করলেও এর প্রভাব নিয়ন্ত্রণে আছে। চীনের বিদেশি বাণিজ্যের স্থিতিশীল উন্নয়নের পরিবেশ আছে। ভবিষ্যতে চীনের অর্থনৈতিক উন্নয়ন আরও স্থিতিশীল হবে বলে জানান তিনি।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040