হংকংয়ের বিক্ষোভকারীদের আইন পরিষদ ভবনে হামলার আচরণ গুরুতর অবৈধ: চীনা মুখপাত্র
  2019-07-02 18:47:00  cri
জুলাই ২: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইন পরিষদের ভবনে হামলার ঘটনা আইনের লঙ্ঘন এবং সামাজিক শৃঙ্খলার জন্য ক্ষতিকর। এটি গুরুতর অবৈধ আচরণ এবং এর তীব্র নিন্দা জানায় বেইজিং। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং একথা বলেছেন।

তিনি বলেন, আইন অনুযায়ী এ ঘটনা মোকাবিলায় হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার ও পুলিশকে সমর্থন দেয় কেন্দ্রীয় সরকার। মুখপাত্র বলেন, এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্র বা ইউরোপে ঘটলে তারা কী করত? অবশ্যই উপেক্ষা করত না। সশস্ত্র ঘটনার সম্মুখীন হয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পুলিশের আইন প্রয়োগের দৃশ্য টেলিভিশনে সবাই দেখেছে। তবে কেন একই ঘটনা হংকংয়ে ঘটলে তারা নিন্দা না করে বিভিন্ন বাজে কথা বলছে? এটি একান্তই দ্বিমুখী মানদণ্ড বলে জানান মুখপাত্র।

মুখপাত্র আরও বলেন, হংকংয়ের বিষয়টি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এতে হস্তক্ষেপ করায় সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি অসন্তোষ জানায় এবং দৃঢ় বিরোধিতা করে বেইজিং।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040