আরও ভালো আর্থিক পরিবেশ সৃষ্টি করবে চীন: চীনা প্রধানমন্ত্রী
  2019-07-02 18:17:00  cri
জুলাই ২: চীন অব্যাহতভাবে সংস্কার সম্প্রসারণ করবে, বাজার ব্যবস্থা, আইন ও আন্তর্জাতিক আর্থিক পরিবেশ সৃষ্টি করবে। আজ (মঙ্গলবার) তালিয়ানে দাভোস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এসব কথা বলেছেন। লি খ্য ছিয়াং বলেন, আর্থিক পরিবেশ সুসংহত করার অর্থ উত্পাদনশক্তি জোরদার করা এবং উন্নয়ন বাড়ানো; অর্থাত্, আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার শক্তি বৃদ্ধি করা। চীনের উচিত্ আরো বেশি কর কমানো, সংস্কার জোরদার করা এবং কর কমানোর মাধ্যমে বাজারের বোঝা কমিয়ে দেওয়া। বর্তমানে আরও বড় আকারের কর কমানো পরিকল্পনা সুষ্ঠুভাবে চলছে। চীন সময়মতো সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধান করবে, যাতে কার্যকরভাবে কর কমানো যায়।

লি খ্য ছিয়াং আরও বলেন, চীনে ব্যক্তি পর্যায়ে বা বেসরকারি ব্যবসায়ীর সংখ্যা ৭.৬ কোটি; তারা ২০ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। চীনে ৩.৬ কোটিরও বেশি প্রতিষ্ঠান আছে; যার ৯০ শতাংশই মাঝারি ও ক্ষুদ্র আকারের। ব্যক্তিগত ব্যবসায়ী এবং মাঝারি ও ক্ষুদ্র আকারের শিল্প প্রতিষ্ঠানগুলো দেশের কর্মসংস্থান বাড়ানো, জীবনযাপনের সুবিধা বৃদ্ধি এবং ভোগ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে; চীন অবশ্যই তাদের আরও বেশি সুযোগ দেবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040