চীনের ৪৬টি গুরুত্বপূর্ণ শহরের ৩৮.৩ শতাংশ পরিবার গার্বেজ শ্রেণীবিন্যাস অংশ নিয়েছে
  2019-07-02 14:43:33  cri
জুলাই ২: সম্প্রতি চীনা রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্রের প্রকাশিত 'চীনা জনগণের জীপনযাত্রা জরিপ'-এ বলা হয়, ২০১৮ সালে ৪৬টি গুরুত্বপূর্ণ শহরের ৩৮.৩ শতাংশ পরিবার গার্বেজ শ্রেণীবিন্যাসে অংশ নিয়েছে। তা ২০১৭ সালের চেয়ে ১১.৪ শতাংশ বেশি।

চীনের গৃহায়ন ও নগর-গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

গৃহায়ন ও নগর-গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের লক্ষ্য হলো ২০২০ সালের শেষ দিক পর্যন্ত ৪৬টি গুরুত্বপূর্ণ শহরে সম্পর্ণভাবে বিভিন্ন ধরণের গর্বেজ শ্রেণীবিন্যাস সম্পন্ন হওয়া। ২০২৫ সালের আগে চীনের সমগ্র শহরে সম্পূর্ণভাবে গর্বেজ শ্রেণীবিন্যাস সম্পন্ন হবে।

এ পর্যন্ত চীনের ১৩৪টি কেন্দ্রীয় সংস্থা ও বেইজিংয়ে ২৭টি বাহিনী এবং প্রতি প্রদেশের সরাসরি প্রশাসনিক সংস্থায় গার্হস্থ্য আবর্জনা বাস্তবায়িত হয়েছে। ৪৬টি গুরুত্বপূর্ণ শহরে ক্রমান্বয়ে শ্রেণীবিন্যাস, সংগ্রহ, পরিবহন ও মোকাবিলার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। (ছাই/টুটুল/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040