বিশ্ব নতুন শক্তিচালিত যানবাহন সম্মেলনে অভিনন্দন-বার্তা সি চিন পিংয়ের
  2019-07-02 14:41:18  cri
জুলাই ২: ২০১৯ সালের বিশ্ব নতুন শক্তিচালিত যানবাহন সম্মেলন আজ (মঙ্গলবার) হাইনান প্রদেশের বোআওতে শুরু হয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে অভিনন্দন-বার্তা পাঠিয়েছেন।

তিনি অভিনন্দন-বার্তায় বলেন, বর্তমানে নতুন দফা বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্প বিপ্লবের উত্থানে নতুন শক্তিচালিত যানবাহন শিল্প দ্রুত উন্নয়নের নতুন পর্যায়ে উঠে গেছে। এটি বিভিন্ন অর্থনীতি উন্নয়নের জন্য নতুন চালিকাশক্তি সৃষ্টি করে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস ও জলবায়ুর পরিবর্তন মোকাবিলার জন্য সহায়ক।

তিনি জোর দিয়ে বলেন, চীন সবুজ, নিম্ন কার্বন ও টেকসই উন্নয়নের পথে অবিচল থাকে। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে নতুন শক্তিচালিত যানবাহনের বিজ্ঞান ও প্রযুক্তির নব্যতাপ্রবর্তন এবং সংশ্লিষ্ট শিল্প উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক। সম্মেলনে অংশগ্রহণকারীরা গভীর যোগাযোগ এবং মতৈক্যে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট সি। (ছাই/টুটুল/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040