সহজ চীনা ভাষা-'শত উদ্ভিদের বাগান থেকে সান ওয়েই শিক্ষাসদন'
  2019-07-01 19:28:36  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'শত উদ্ভিদের বাগান থেকে সান ওয়েই শিক্ষাসদন'। এর চীনা ভাষা হলো: 从百草园到三味书屋cóng bǎi cǎo yuán dào sān wèi shū wū । 

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

'শত উদ্ভিদের বাগান থেকে সান ওয়েই শিক্ষাসদন' হলো চীনের মহান লেখক লু সুনের ১৯২৬ সালে লেখা একটি গদ্য। গদ্যে বৈচিত্র্যময় দুটি দৃশ্যের বর্ণনা করা হয়েছে। একটি হলো- 'শত উদ্ভিদের বাগান', আরেকটি হলো- সান ওয়েই শিক্ষাসদন। 'শত উদ্ভিদের বাগান' বর্ণনা করার সময় লেখক মূলত 'আনন্দ'কে কেন্দ্র করে একটি মজার শিশু বাগানের কথা লিখেছেন। এতে কিংবদন্তী এবং শীতকালে তুষার পড়া মাঠে পাখি ধরার গল্প বলা হয়েছে। অন্যদিকে সান ওয়েই শিক্ষাসদন একদম ভিন্ন একটি জায়গা। এটি হলো লেখক লু সুনের লেখাপড়া করার স্থান। এখানে অবশ্য ততটা আনন্দ নেই। এই শিক্ষাসদন ছোট শিশুর চোখে পুরো শহরের সবচেয়ে কঠিন জায়গা। এখানে শিশুদের নিয়ম মেনে চলতে হয়। তবে লেখক শিশুর চোখে শিক্ষাসদনের মজার গল্প আবিষ্কার করেছেন। যেমন, ক্লাসের ফাঁকে শিশুরা ক্লাসরুমের পিছনের বাগানে খেলাধুলা করে, শিক্ষক ক্লাসে পড়ানোর সময় ছোট শিশুদের গোপনে খেলার গল্প, এসব মজার মুহূর্তের কারণে শিক্ষাসদন ঠিক ততটা বিরক্তিকর নয়। এতে শিশুদের আনন্দের দুনিয়া প্রতিফলিত হয়।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

后面 hòu miàn পিছনে

只有 zhǐ yǒu শুধু

有时 yǒu shí মাঝে মাঝে

常常 cháng cháng সবসময়

如果rú guǒ যদি

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040