সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন খাতে চীনের অগ্রগতি খুব প্রেরণাদায়ক। এটি দাভোস ফোরামে অংশগ্রহণকারী দেশ বিদেশের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের ইনাস আবো হামেদ বলেন, বৈজ্ঞানিক প্রযুক্তি গবেষণা এবং প্রয়োগ, উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অগ্রগতি খুব প্রেরণাদায়ক। টেকসই প্রকল্পে চীন সরকার আরও বেশি বরাদ্দ দিচ্ছে। ইউরোপের কিছু দেশও এর আগে এমন ব্যবস্থা নিয়েছে। আমার মনে হয়, এই ক্ষেত্রে চীন আরও বড় ভূমিকা পালন করতে পারে।
চীনের তালিয়েন শহর সপ্তম বারের মতো দাভোস ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।
(শুয়েই/তৌহিদ/লিলি)