যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সরকারি বিনিময়ের বিরোধিতা করে চীন
  2019-07-01 19:00:37  cri
জুলাই ১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (সোমবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীন বরাবরই যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সরকারি বিনিময়ের বিরোধিতা করে; চীনের এ অবস্থান দৃঢ় ও স্পষ্ট। চীনের তাইওয়ান অঞ্চলের নেতা ছাই ইং উন চলতি মাসে যুক্তরাষ্ট্রে ট্রানজিট নেবেন। এ প্রসঙ্গে কেং শুয়াং বলেন, চীন যুক্তরাষ্ট্রকে 'এক চীন নীতি' মেনে চলা এবং 'চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ইশতাহার' অনুসরণের তাগিদ দেয়। সেই সঙ্গে ছাই ইং উনকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ট্রানজিটের অনুমতি না দেওয়ার আহ্বান জানায় চীন।

কেং বলেন, যুক্তরাষ্ট্রের উচিত্, সঠিকভাবে তাইওয়ান ইস্যু মোকাবিলা করা; যাতে চীন-মার্কিন সম্পর্ক নষ্ট না হয় এবং তাইওয়ান প্রণালীর দু'তীরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা যায়।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040