'বাবার ঘাসের জুতা'
  2019-07-01 13:00:00  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে 'নিয়ানইয়েফান' শীর্ষক গান শোনাবো। নিয়ানইয়েফান হল বসন্ত উত্সবের আগের দিনের রাতে পরিবারের সবাই একসঙ্গে ডিনার করা। গানটিতে অবশ্যই পরিবারের পুনর্মিলনের আনন্দ ব্যাখ্যা করা হয়েছে। গানটি গেয়েছেন কন্ঠশিল্পী চাং হুই। তিনি ছয়টি অ্যালবাম প্রকাশ করেন। ২০০৮ সালে তিনি গুয়াংদং প্রদেশের শ্রেষ্ঠ কন্ঠশিল্পী, শ্রেষ্ঠ সংগীত ও শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার লাভ করেন। ২০১০ সালে এশিয়া গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে গান গেয়েছেন। আশা করি, বন্ধুরা চাং হুই'র কন্ঠে 'নিয়ানইয়েফান' শীর্ষক গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী চাং হুই'র কন্ঠে গান। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী চাং মিং মিন'র কন্ঠে একটি গান শোনাবো। তিনি ১৯৫৬ সালের সেপ্টেম্বরে হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন লোকসংগীত কন্ঠশিল্পী। চীনে তাঁকে 'দেশপ্রেমিক গায়ক' বলে ডাকা হয়। তিনি ১৯৭৯ সালে বিনোদনজগতে প্রবেশ করেন। ২০০৫ সালে তিনি হংকংয়ের একটি জৈব বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করেন। আজকের অনুষ্ঠানে আমি তাঁর কন্ঠে 'বাবার ঘাসের জুতা' শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী চাং মিং মিন'র কন্ঠে 'বাবার ঘাসের জুতা' শীর্ষক গান। এখন আমি কন্ঠশিল্পী চাং ওয়েই জিন'র পরিচয় তুলে ধরবো। তিনি ১৯৬৬ সালের ১৮ জুন লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে তিনি চীনা গণমুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক গান অপেরা গ্রুপে যোগ দেন। ১৯৮৭ সালে তিনি পপ সংগীতজগতে প্রবেশ করেন। ১৯৯০ সালে তিনি সিসিটিভি'র বসন্ত উত্সব অনুষ্ঠানে গান গাওয়ার পর সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৯৯ সালে তিনি চীনের প্রথম বড় বিনিয়োগকৃত কার্টুন 'পশ্চিম যাত্রা'-র থিম সং গেয়েছেন। থিম সংয়ের শিরোনাম 'বানর ভাই'। আজকের অনুষ্ঠানে আমরা গানটি শুনবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং ওয়েই জিন'র কন্ঠে 'বানর ভাই' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী চাং ইউয়ান'র কন্ঠে 'ইয়াংচি নদীর পানি পূর্ব দিকে বয়ে চলেছে' নামের গান শোনাবো। আগের অনুষ্ঠানে নারী কন্ঠশিল্পী গং ইউয়ে'র কন্ঠে গানটি শুনিয়েছিলাম। চাং ইউয়ান একজন বেইজিং অপেরার কন্ঠশিল্পী। কিন্তু তিনি অনেক বেইজিং অপেরার বৈশিষ্ট্যে পপ গান গাওয়ার জন্য সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। এখন আমরা তাঁর কন্ঠে 'ইয়াংচি নদীর পানি পূর্ব দিকে বয়ে চলেছে' শীর্ষক গান শুনবো।

বন্ধুরা, শুনছিলেন চাং ইউয়ান'র কন্ঠে 'ইয়াংচি নদীর পানি পূর্ব দিকে বয়ে চলেছে' নামের গান। এখন আমি চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চাও ছুয়ান'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৬১ সালের ১৮ জুন তাইওয়ানের চিয়াই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীতপ্রযোজক। ১৯৮৮ সালের ১ নভেম্বর তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের প্রধান সংগীত 'আমি খুবই কদর্য, কিন্তু আমিও অনেক দয়ালু' বার্ষিক শ্রেষ্ঠ সংগীতের পুরস্কার লাভ করে। ১৯৯৬ সালে তিনি বার্ষিক শ্রেষ্ঠ সংগীত ও শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। আজকের অনুষ্ঠান আমি তাঁর একটি বিখ্যাত সংগীত 'আমি একটি ছোট পাখি' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাও ছুয়ান'র কন্ঠে 'আমি একটি ছোট পাখি' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে 'বীরের গান' শোনাবো। আগের অনুষ্ঠানে আমরা লিউ হুয়ান'র কন্ঠে গানটি শুনিয়েছিলাম। গানটির সুর দিয়েছেন চাও জি ফিং। আজকের অনুষ্ঠানে আমরা চাও জি ফিংয়ের কন্ঠে গানটি শুনবো। তিনি ১৯৪৫ সালের অগাষ্ট মাসে কানসু প্রদেশের ফিংলিয়াংয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনা সংগীজ্ঞত সমিতির চেয়ারম্যান। আশা করি, আপনারা তাঁর কন্ঠে গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040