হংকংয়ে কেন্দ্র খোলার সিদ্ধান্ত ঘোষণা করল বিআইএস
  2019-07-01 11:16:33  cri
জুলাই ১: ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটলমেন্টস (বিআইএস) গতকাল (রোববার) হংকংয়ে একটি কেন্দ্র খোলার সিদ্ধান্ত ঘোষণা করে। হংকংয়ের মুদ্রা কর্তৃপক্ষ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

হংকংয়ের মুদ্রা কর্তৃপক্ষের প্রেসিডেন্ট চেন তে লিন বলেন, হংকংয়ে একটি কেন্দ্র স্থাপন করার বিআইএসের সিদ্ধান্ত আনন্দদায়ক। ব্যাংকিং খাতে হংকংয়ের অগ্রসর অবস্থানের প্রতি এটা এক ধরনের স্বীকৃতি। বিআইএসের সদস্য হিসেবে হংকং মুদ্রা কর্তৃপক্ষ প্রস্তাবিত কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম সমর্থন করবে এবং কেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চালাবে।

উল্লেখ্য, বিআইএস ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের ৬০টি কেন্দ্রীয় ব্যাংক এর সদস্য। আর হংকং মুদ্রা কর্তৃপক্ষ কার্যত চীনের এই অঞ্চলটির কেন্দ্রীয় ব্যাংক। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040