চীনের বিভিন্ন স্থানে সিপিসি'র ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
  2019-07-01 10:59:15  cri
জুলাই ১: আজ (সোমবার) পয়লা জুলাই চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। চীনের বিভিন্ন স্থানে সিপিসি'র সদস্য ও নাগরিকরা এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

ফুচিয়ানের উইশান শহরে 'লাল শিক্ষা' শীর্ষক উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চায়না রেলওয়ে'র শাংহাই গোষ্ঠীর সিপিসি'র সদস্যরা 'মূল আকাঙ্খা ভুলে না-যাওয়া ও দায়িত্ব মেনে চলা' শীর্ষক বিশেষ শিক্ষাসভায় অংশগ্রহণ করেন।

চেচিয়াং প্রদেশের ছাংসিং জেলার অনেক প্রাথমিক স্কুলে সিপিসি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে 'লাল ক্লাস' নেওয়া হয়। পাশাপাশি, শিক্ষার্থীরা বিপ্লবী শিক্ষাকেন্দ্র পরিদর্শন করে।

২৯ জুন জি-৯৯ নম্বরের দ্রুতগতির ট্রেনে সিপিসি'র ইতিহাসসম্পর্কিত জ্ঞান যাচাই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী যাত্রীদের পুরস্কৃত করা হয়।

এদিকে, শাংহাইয়ে সিপিসি'র প্রথম জাতীয় প্রতিনিধি সম্মেলনের স্মারক-হলে দর্শকসংখ্যা অনেক বেড়েছে বলে জানা গেছে। পরিসংখ্যান অনুসারে, চলতি বছর ২৫ জুন পর্যন্ত স্মারক-হল পরিদর্শনে আসে ২১৩৩টি দল।

(ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040