বিভিন্ন দেশের গণমাধ্যমে চীন-মার্কিন শীর্ষবৈঠকের খবর
  2019-06-30 16:03:54  cri
জুন ৩০: গতকাল (শনিবার) জাপানের ওসাকায় জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনের অবকাশে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষনেতার বৈঠকের ওপর নিবিড় দৃষ্টি রেখেছে বিভিন্ন দেশের গণমাধ্যম।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্র সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে পুনরায় আর্থ-বাণিজ্যিক আলোচনা শুরু করতে একমত হয়েছে; যা যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং বাজারের স্থিতিশীলতার জন্য সহায়ক। মার্কিন গণমাধ্যম পৃথক পৃথকভাবে এ বৈঠকের সাফল্যকে স্বাগত জানিয়েছে। 'দ্য ওয়াশিংটন পোস্ট', 'দ্য নিউইয়র্ক টাইমস', 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' ও 'সিএনএন'সহ যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যমগুলো প্রথম পাতায় এ খবর প্রকাশ করেছে। 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও চীনের আর্থ-বাণিজ্যিক আলোচনা পুনরায় শুরু হবে, যুক্তরাষ্ট্র নতুন করে চীনের রপ্তানিকৃত পণ্যে শুল্ক আরোপ করবে না; যা যুক্তরাষ্ট্রের অর্থনীতি, বিশেষ করে বাজারের জন্য বিরাট একটি সুখবর। এটি বাজারের আস্থা পুনরুদ্ধারে সহায়ক।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেইল ফেডারেশন এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আসোসিয়েশন অব ম্যানুফেক্চার্স-সহ যুক্তরাষ্ট্রের শিল্প মহলও চীন-মার্কিন শীর্ষবৈঠককে স্বাগত জানিয়েছে।

এদিকে, ফ্রান্স, আর্জেন্টিনা, চিলি, কলোম্বিয়া, পেরু ও উরুগুয়ের গণমাধ্যমও চীন-মার্কিন শীর্ষবৈঠকের খবর প্রকাশ করেছে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040