বিশ্ব অর্থনীতি পরিচালনায় 'চীনের বুদ্ধি' অবদান রেখেছে
  2019-06-30 15:06:03  cri

জুন ৩০: জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত ওয়াং সিয়াও লুং বলেছেন, এবার শীর্ষসম্মেলনে বিশ্ব অর্থনীতি পরিচালনায় বুদ্ধি প্রদান করেছে চীন। চীনের আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের প্রধান ওয়াং সিয়াও লুং গতকাল (শনিবার) ওসাকায় চীনের প্রতিনিধিদলের তথ্য কেন্দ্র দেশ বিদেশের সাংবাদিকের জন্য এক প্রেস ব্রিফ্রিং আয়োজন করেন। সেখানে তিনি এ-কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চীন ডিজিটাল অর্থনীতি এবং নতুন প্রযুক্তি প্রয়োগকে সক্রিয়ভাবে সমর্থন করে। চীন ন্যায়সঙ্গত, সমতা অবৈষম্যমূলক উদ্ভাবনী পরিবেশ এবং ডিজিটাল সহনশীলতা, দারিদ্র্যমোচনসহ বিভিন্ন ধারণা এবারের শীর্ষসম্মেলনের ইশতাহারে অন্তর্ভুক্ত করেছে। উন্নয়নকে জি-টোয়েন্টি কর্মসূচীর কেন্দ্রীয় স্থানে রাখার ব্যবস্থা জোরদার করা এবং ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়নের কর্মসূচী বাস্তবায়ন ব্যবস্থা জোরদার করেছে চীন।

এ ছাড়া চীন, ফ্রান্স ও জাতিসংঘ আবারও জলবায়ু পরিবর্তনবিষয়ক তৃপক্ষীয় সম্মেলন আয়োজন করেছে। প্যারিস চুক্তি মেনে চলা, জলবায়ুর পরিবর্তন মোকাবিলার কাঠামোগত সহযোগিতা জোরদারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে চীন। এ পদক্ষেপ বিশ্বের জলবায়ুবিষয়ক বহুপক্ষীয় প্রক্রিয়ায় শক্তিশালী চালিকাশক্তি যুগিয়েছে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040