যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাতে চায় চীন: প্রেসিডেন্ট সি চিন পিং
  2019-06-29 15:25:22  cri
জুন ২৯: আর্থ-বাণিজ্যিক সমস্যা নিয়ে আজ (শনিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বলেন, চীন-যুক্তরাষ্ট্রের আর্থিক সহযোগিতা উভয়ের জন্য কল্যাণকর। দু'দেশের অনেক বড় অভিন্ন স্বার্থ রয়েছে। দু'দেশের উচিত ভালো অংশীদার হওয়া। এজন্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বজায় রাখতে আগ্রহী চীন। তবে আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে। চীনের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে চীন নিজের কেন্দ্রীয় স্বার্থ রক্ষা করবে।

এদিকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে দু'দেশের সমস্যা সমাধান করতে চায়। যুক্তরাষ্ট্র চীনের রপ্তানিকৃত পণ্যে নতুন কোনো শুল্ক আরোপ করবে না। তিনি আশা করেন, চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি আমদানি করবে। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে দু'দেশের জন্য গ্রহণযোগ্য একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চায় বলে জানান ট্রাম্প।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040