চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
  2019-06-29 14:39:09  cri

জুন ২৯: আজ (শনিবার) জাপান সময় সকাল ১১টা ৫০ মিনিটে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ওসাকা আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট সি বলেন, ওসাকায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য তিনি আনন্দিত। ৪৮ বছর আগে অর্থাত্ ১৯৭১ সালে একশ কিলোমিটারেরও বেশি দূরে নাগয়াতে ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে চীন ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা বন্ধুত্বপূর্ণ বিনিময় করেন। জনগণ বলে, সেটি ছিল 'টেবিল টেনিস কূটনীতির' সূচনা। যা 'ছোট বল থেকে বড় বল রূপান্তরের' ইতিহাস সৃষ্টি করে। এর মাত্র ৮ বছর পর ১৯৭৯ সালে চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের শুরু। দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বছরের দিকে ফিরে তাকালে, আন্তর্জাতিক পরিস্থিতি ও চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশাল পরিবর্তন দেখা যায়। তবে, একটি মৌলিক বাস্তবতা সবসময় অপরিবর্তিত ছিল। তা হলো, চীন ও যুক্তরাষ্ট্রের সম্প্রীতিময় সহাবস্থান পরস্পরের জন্য কল্যাণকর এবং সংঘাত উভয়ের জন্য ক্ষতিকর। সংঘর্ষের চেয়ে সহযোগিতা ভালো এবং বৈরিতার চেয়ে সংলাপ ভালো। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোন ও পত্রালাপের কথা উল্লেখ করে সি বলেন, ট্রাম্পের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের মৌলিক ইস্যু নিয়ে মতবিনিময় করতে চান তিনি; যাতে পরবর্তীতে এ সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দিক-নির্দেশনা দেওয়া যায় এবং সমন্বয়, সহযোগিতা ও স্থিতিশীলতাকে মূল সুর হিসেবে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে যায়।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040