সিপিসি জনগণকে নেতৃত্ব দিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে: সি চিন পিং
  2019-06-28 20:02:25  cri
জুন ২৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) চীনা জনগণকে নেতৃত্ব দিয়ে অনেক কঠিক পথ অতিক্রম করেছে এবং অসাধারণ সাফল্য অর্জন করেছে। সম্প্রতি সিপিসি'র ৯৮তম বার্ষিকী ও গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে সিপিসি'র পলিট ব্যুরোর পূর্ণাঙ্গ শিক্ষাসভায় এ কথা বলেন তিনি।

সি চিন পিং বলেন, বিপ্লবের চেতনাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। নতুন যুগে বিপ্লবের চেতনাকে আরও উন্নত করতে হবে। প্রত্যেক সদস্য ও ক্যাডার, বিশেষ করে নেতৃস্থানীয় ক্যাডারের উচিত সক্রিয়ভাবে এবারের শিক্ষাসভায় অংশ নেওয়া।

আগামী পয়লা জুলাই সিপিসি প্রতিষ্ঠার ৯৮তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত শিক্ষাসভায় তিনি আরও বলেন, সিপিসি'র সদস্যদের মূল আকাঙ্খা কখনও পরিবর্তিত হবে না। তাদের মূল চাওয়া হল চীনা জনগণের সুখী জীবন ও চীনা জাতির সমৃদ্ধি।

তিনি আরও বলেন, সিপিসি'র সদস্যরা জনগণের মধ্য থেকে এসেছেন; জনগণের ওপরই তারা নির্ভর করেন। তাঁরা শুধু যে চীনা মানুষের স্বার্থ দেখেন, তা নয়; বরং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করতে চান। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040