ওসাকায় চীন-রাশিয়া-ভারত শীর্ষ বৈঠক অনুষ্ঠিত
  2019-06-28 19:24:19  cri
জুন ২৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (শুক্রবার) জাপানের ওসাকায় চীন-রাশিয়া-ভারত শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠককালে তিন নেতা বতর্মান আন্তর্জাতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করেন। তাঁরা একমত হন যে, চীন-রাশিয়া-ভারত সহযোগিতা কাঠামো উন্নয়ন করে আঞ্চলিক তথা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আরো বেশি অবদান রাখা সম্ভব।

বৈঠককালে প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে সংরক্ষণবাদ ও একতরফাবাদের প্রবণতা তীব্র আকার ধারণ করেছে। চীন, রাশিয়া ও ভারতের উচিত উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে কাজ করা।

তিনি জোর দিয়ে বলেন, তিন দেশের উচিত বহুপক্ষবাদ ও অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তাক্ষেপ না-করার নীতির ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা ও ন্যায়তা রক্ষা করা। পাশাপাশি তিন দেশকে উন্নয়নশীল দেশের জন্য উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গঠনে ভূমিকা রাখতে হবে; ৫জি প্রযুক্তি, যোগাযোগ ও জ্বালানি খাতে সহযোগিতার মাধ্যমে অবাধ বাণিজ্যকে উন্নত করতে হবে; আলোচনার মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার সাধন করতে হবে; এবং বিশ্ব অর্থনীতির ভারসাম্যহীন উন্নয়নের সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করতে হবে এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না-করার নীতির ভিত্তিতে একতরফাবাদ ও সংরক্ষণবাদের বিরোধিতা করতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বহুপক্ষবাদ, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক নিয়ম রক্ষা করা তিন পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গিতপূর্ণ। তিন পক্ষের উচিত বিশ্ব-প্রশাসন, আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসদমন ইত্যাদি বিষয়ে সমন্বয় জোরদার করা। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040