জি-টোয়েন্টি'র চতুর্দশ শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
  2019-06-28 18:58:58  cri
জুন ২৮: জি-টোয়েন্টি'র চতুর্দশ শীর্ষ সম্মেলন আজ (শুক্রবার) জাপানের ওসাকায় অনুষ্ঠিত হয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে 'হাতে হাত রেখে সামনে এগিয়ে যাও, যৌথভাবে উচ্চমানের বিশ্ব অর্থনীতি গড়ে তোলো' শীর্ষক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তিনি ভাষণে সংস্কার ও নব্যতাপ্রবর্তন বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি সৃষ্টি করা, সময়ের অগ্রযাত্রার সঙ্গে এগিয়ে চলা, বৈশ্বিক ব্যবস্থাপনা পূর্ণাঙ্গ করা, এবং যথাযথভাবে মতভেদ মোকাবিলা করা উচিত। তিনি জানান, চীন আরেক ধাপে বাজার উন্মুক্ত করবে এবং উচ্চমানের উন্নয়ন অর্জনের জন্য চেষ্টা করে যাবে।

সি চিন পিং বলেন, আন্তর্জাতিক আর্থিক সংকট সৃষ্টির দশ বছর পর বিশ্বের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে। এসময় জি-টোয়েন্টি'র উচিত বিশ্বের অর্থনীতি ও বৈশ্বিক-ব্যবস্থাপনার সঠিক দিক্‌-নির্দেশনা দেওয়া; সবার উচিত বাজারকে সঠিক ভূমিকা পালন করতে দেওয়া।

তিনি জানান চীন আরেক ধাপে বাজার উন্মুক্ত করবে, সক্রিয়ভাবে আমদানি বৃদ্ধি করবে, ব্যবসার পরিবেশ উন্নত করবে, এবং ব্যাপকভাবে আর্থ-বাণিজ্যিক আলোচনার উন্নয়ন ঘটাবে।

শীর্ষ সম্মেলনে নেতারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি, বাণিজ্য, বিনিয়োগ, নব্যতাপ্রবর্তন ও ডিজিটাল অর্থনীতির বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বিভিন্ন পক্ষের উচিত যোগাযোগ ও সংলাপ জোরদার, সহযোগিতা উন্নয়ন, সামষ্টিক নীতির সমঝোতা জোরদার, কাঠামোমূলক সংস্কার উন্নয়ন, নব্যতাপ্রবর্তন গভীররত করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জ্বালানি, শিক্ষা ও পরিবেশ খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040