ডাব্লিউটিও'র সংস্কার হতে হবে অবাধ বাণিজ্য ও বহুপক্ষবাদের পক্ষে: সি চিন পিং
  2019-06-28 18:55:01  cri
জুন ২৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) ওসাকায় জি-টোয়েন্টি'র শীর্ষ সম্মেলনে বলেন, জি-টোয়েন্টির উচিত অব্যাহতভাবে নির্দেশকের ভূমিকা পালন করে, বিশ্বের অর্থনীতির ভারসাম্যপূর্ণ উন্নয়ন সাধন করা। আর বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও)-র সংস্কারের লক্ষ্য হতে হবে কার্যকরভাবে বাজার আরও উন্মুক্ত করা। ডাব্লিউটিও'র সংস্কার হতে হবে অবাধ বাণিজ্য ও বহুপক্ষবাদের পক্ষে।

তিনি আরও বলেন, বিভিন্ন পক্ষের উচিত ব্যাংকিং খাতের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসংক্রান্ত 'প্যারিস চুক্তি' বাস্তবায়ন করা। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040