কাঠামোগত সংস্কার ও নব্যতাপ্রবর্তনের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে হবে: সি চিন পিং
  2019-06-28 18:53:17  cri
জুন ২৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) ওসাকায় জি-টোয়েন্টি'র শীর্ষ সম্মেলনে কাঠামোগত সংস্কার ও নব্যতাপ্রবর্তনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিশ্বের অর্থনীতিতে চালিকাশক্তি রূপান্তরের প্রক্রিয়া চলছে। বিভিন্ন পক্ষের উচিত ব্যাপকভাবে কাঠামোগত সংস্কারের জন্য কাজ করা; ডিজিটাল অর্থনীতির উন্নয়ন ও পারস্পরিক যোগাযোগ ও সংযুক্তির জন্য সচেষ্ট হওয়া; ভবিষ্যতের উন্নয়ন-প্রবণতার সঙ্গে সংগতিপূর্ণ শিল্পকাঠামো, নীতিকাঠামো ও পরিচালনাব্যবস্থা গড়ে তোলা।

প্রেসিডেন্ট সি আরও বলেন, বিভিন্ন পক্ষের উচিত বাজারের সুবিধাজনক পরিবেশ গড়ে তোলা এবং নব্যতাপ্রবর্তনকে সম্মান করা ও উত্সাহ দেওয়া। (মুক্তা/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040